Get Mystery Box with random crypto!

শেষ যতটুকু আপডেট রয়েছে 4 মার্চ অথবা 4 মার্চের পরে WBP কনস্টেব | CRP Academy (Official)

শেষ যতটুকু আপডেট রয়েছে 4 মার্চ অথবা 4 মার্চের পরে WBP কনস্টেবল 12 হাজার নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হতে চলেছে। ছেলে মেয়ে উভয়-শূন্য পদ থাকবে।

এইবার থেকে কিন্তু WBP কনস্টেবল এ শুধুমাত্র একটাই পরীক্ষা হবে, নিঃসন্দেহে CUT OFF মার্কস হাই যাবে।

জীবনের সেরা প্রস্তুতি নেওয়ার সময় চলে এসেছে।

একদিকে কলকাতা পুলিশ কনস্টেবলের নতুন বিজ্ঞপ্তি, অপরদিকে WBP কনস্টেবল নতুন বিজ্ঞপ্তি- এর থেকে আর সুখবর কিছুই হতে পারে না।

জোরকদমে প্রস্তুতি করতে থাকো, সময় চলে গেলে পরে আফসোস করতে হবে। পরীক্ষার আগে মনে হবে যে আরেকটু সময় পেলে ভালো করে রিভিশন করতে পারতাম।

সুতরাং আদা জল খেয়ে নেমে পড়ো- চাকরি এবার পেতেই হবে... খাকি উর্দি পরিধানের স্বপ্ন পূরণ করতেই হবে.. পরিবারের মুখে হাসি ফোটাতেই হবে.. বাবা মার দুঃখের দিন ঘোচাতেই হবে..

আর হ্যাঁ, যদি CRP ACADEMY তত্ত্বাবধানে বেসিক থেকে ব্যাচ কোর্সে GK, গণিত, রিজনিং, ইংরেজি শিখতে চাও অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে নিও

আমাদের সাথে whatsapp এর মাধ্যমে যোগাযোগ করতে চাইলে নিজের লিংকে ক্লিক করুন
https://api.whatsapp.com/send/?phone=919647553612&text=WBP2024

যেখান থেকেই পারো পড়াশোনা শুরু করে দাও, সিলেবাস অনুযায়ী পড়লে পরবর্তীতে কোন অসুবিধা হবে না। মনে রাখবে, তুমি যখন শুরু করবে ভাবছো- তখন অলরেডি পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে কয়েক লক্ষ ছেলে মেয়ে নিঃশব্দে প্রস্তুতি চালিয়ে যাচ্ছে।