Get Mystery Box with random crypto!

একটা ৬.০ এর গল্প শুনেন! - “জানি পোস্ট করার মতো স্কোর না, তবুও | Banglay IELTS

একটা ৬.০ এর গল্প শুনেন!
-
“জানি পোস্ট করার মতো স্কোর না, তবুও রাশেদ ভাইকে কৃতজ্ঞতা জানাতে পোস্ট করা। আমি একজন হেরে যাওয়া মানুষ! গার্লফ্রেন্ড ছেড়ে চলে গেছে, বন্ধুরা চলে গেছে। একদম একা হয়ে গিয়ে ঠিক করলাম দেশ ছেড়ে চলে যাবো দূরে কোথাও, কিন্তু তার জন্য প্রয়োজন আইএলটিএস। সিদ্ধান্ত নিলাম ঢাকার নামকরা কোচিং-এ ভর্তি হবো । ভর্তি হবার আগের দিন ইউটিউবে Banglay IELTS নামে চ্যালেন দেখি , অনেকের কমেন্ট "ভাই আপনি লাখ টাকার মালামাল ফ্রী-তে দিয়ে রেখেছেন"! ঐ ভিডিওতে রাশেদ ভাই বলতেছিলো,"কোন কোচিংয়ে ভর্তি হবার দরকার নেই, ঐ টাকা দিয়ে ভালো খাবার খান, বাবা মায়ের টেক কেয়ার করেন" । মনের অজান্তেই মানুষটির প্রতি আস্থা তৈরি হয়ে যায়, কোথাও ভর্তি না হয়ে নিজেই প্রিপারেশন শুরু করি। তারপর ক্যামব্রিজ বই এবং রাশেদ ভাইয়ের ইউটিউব চ্যানেল আমার সঙ্গী হয়ে যায়। মাত্র ২ মাসের পরিশ্রমে আমি এখন আমার স্বপ্নের অনেক কাছে ।
ধন্যবাদ রাশেদ ভাই ”